নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের জেষ্ঠ্য প্রসিকিউটর বীরমুক্তিযোদ্ধা এড. জেয়াদ আল মালুম এর শোকসভা অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর সাবেক সভাপতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর বীরমুক্তিযোদ্ধা এড. জেয়াদ আল মালুম এর স্মরণে উৎসর্গ ভবন এ শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর সাবেক সভাপতি এড. মাসুম হাসান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি স ম আমজাদ হোসেন সরকার, সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল সহ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি হাসনা চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ এর প্রথম সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন। এসময় বক্তারা বীরমুক্তিযোদ্ধা এড. জেয়া আল মালুম এর গৌরবময় রাজনৈতিক ও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। উক্ত শোকসভার সভাপতি আবু সালেহ মোঃ সিহাব এর আলোচনার মধ্য দিয়ে শোকসভা সমাপ্ত হয়।
Leave a Reply