এস এম মন্ডল।- ঈদুল আযহাকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলায় যে কটি গরু ছাগলের হাট বসেছে, তার মধ্যে অন্যতম বড়দরগাহ হাট। প্রায় দুই বছর থেকে এই হাটে শনিবার ও বুধবার দুইদিন শাক সবজি তরিতরকারী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গরু – ছাগলের হাট বসছে। এবারও জমে উঠেছে গরুর হাট। দেখা গেছে এই হাটে যাতে ক্রেতা সাধারণ সুস্থ গরু ছাগল কেনা বেচা করতে পারে, ক্রেতারা প্রতারিত না হয় সে জন্য প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসকরা উপস্থিত থাকেন। এছাড়াও হাটে নিরাপত্তার জন্য সতর্ক দৃষ্টি রাখেন কর্মীরা। দেখো গেছে হাটে করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে সব সময় মাইকে স্বাস্থ্য বিধি প্রচার করা হচ্ছে । হাট কমিটির সেক্রেটারী মোঃ মশফিকুর রহমান জানিয়েছেন, আমরা সকলকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করছি। তিনি আরো জানান, দুরের ক্রেতাদের কেনা কাটার ক্ষেত্রে এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সুষ্ঠু ভাবে হাট পরিচালনার ক্ষেত্রে সকলের সগযোগিতা কামনা কামনা করেন।
Leave a Reply