দিনাজপুর প্রতিনিধি।- খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব “শুভ বড়দিন” উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির শুভেচ্ছা ও উপহার পৌছে দিলো শহর আওয়ামীলীগ ও অঙ্গযোগী সংসঠনের নেতাকর্মীরা। ২৪ ডিসেম্বর শুক্রবার দিনাজপুর বিশপ হাউজ, দিনাজপুর সেন্ট যোসেফ স্কুল, মাদার হাউস, সুইহারী ক্যাথলিক চার্জ, দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ, সেন্ট জেভিয়ার কনভেন্টসহ বিভিন্ন খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপহার পৌছে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাসুম প্রমুখ।
এ সময় দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, সিস্টার বীনা এস রোজারিও সিআইসি, সুপেরিওর জেনারেল, সিস্টার এলিজাবেধ তপ্ন, ফাদার জাংকি পিমে, সেন্ট যোসেফ স্কুলের প্রধান শিক্ষক খ্রীষ্টীনা লিপি, সেন্ট জেভিয়ার কন্টভেন্ট-এর পস্টুলে›ন্ড মিস্টেজ সিস্টার যোদিতা মুর্মু উপস্থিত ছিলেন।
Leave a Reply