বজ্রকথা ডেক্স।- ভারতের বিহার রাজ্যে এক মুসলিম তরুণী এক হিন্দু যুবককে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণীর গায়ে করোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর মেয়েটির আর্তচিৎকারে তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল কিন্তু ঘটনার ১৭ দিন পর মেয়েটি মারা গেছে। আন্তর্জাতিক সংবাদ সূত্রে প্রকাশ, গত ৩০ অক্টোবর বিহারের রসুলপুরের হাবিব গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করেন গুলনাজ খাতুন নামের ওই তরুণী। দীর্ঘদিন ধরে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত সতীশ। কিন্তু প্রত্যাখাত ও অপমানিত হয়ে প্রতিশোধ নিতে সে তার বাবা চন্দন রায় ও চাচাতো ভাই চন্দন রায়ের সাহায্যে গুলনাজের গায়ে কেরোসিন তেল ঢেলে ও আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। মারা যাওয়ার আগে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি এক ভিডিও জবানবন্দিতে সতিশ ও তার দুই সহযোগীর নাম বলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাকে পুড়িয়ে দেওয়ার পেছনে যে কারণটি ছিল সেটি হলো হিন্দু ওই তরুণকে বিয়ে করতে অস্বীকৃতি জানানো। তাদের পক্ষ থেকে বলা হয়, গুলনাজ খাতুনের বিয়ে ঠিক হয়ে ছিল অন্য একটি ছেলের সঙ্গে। চার মাস পর ওই ছেলেকে বিয়ে করার কথা ছিল গুলনাজের।
উল্লেখ্য, দগ্ধ তরুণীটির ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ওঠে। কিন্তু এখানো তাদের গ্রেপ্তার করতে পারেনি বিহার পুলিশ।
Leave a Reply