রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য- সিইসি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-  নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য‘মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা থাকবেন।

গতকাল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন সিইসি। নতুন  আরও বলেছেন, ‘আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ। অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসন আমরা দেখেছি। এই সময়ে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম। বিশাল একটা গণ অভ্যুত্থানের পর নতুন একটা অবস্থা দাঁড়িয়েছে। ১৫ বছর ধরে কত লোক প্রাণ দিলেন, কত লোক আহত হলেন, কত লোক নিহত হলেন, কত লোক গুম হলেন! কত মানুষ সম্পদ হারালেন, স্বামী স্ত্রী হারালেন, স্ত্রী স্বামী হারালেন এবং ছেলে বাপকে হারালেন, বাবা ছেলেকে হারালেন। জুলাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন। এ আন্দোলনের মূল বিষয়ই ছিল ভোটের অধিকার নিশ্চিত করা।এঁদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না।

আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার। সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাব।’ নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা চলছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন বলেন, ‘এ নিয়ে আগাম কিছু বলা যাবে না। কারণ বিভিন্ন দল নিয়ে নানা আলোচনা রয়েছে। ফলে সময় হলে বিষয়গুলো পরিষ্কার হবে।’ তিনি বলেন, ‘যত চ্যালেঞ্জই আসুক সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমি জীবনে কোনো দিন ফেল করি নাই। আশা করি ইনশাল্লাহ ফেল করব না। এ আত্মবিশ্বাস আমার আছে।’

রবিবার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com