গত ১২ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন পালন করেছে বিএনপি।
এ উপলক্ষে এ দিন মিরপুরে মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়েছে। এদিন উপস্থিত নেতা কর্মীদের সামনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি তার বক্তব্যে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্রসহ তাদের সব হারানো অধিকার ফিরে পাবে। ১২ বছর ধরে জাতীয়তাবাদী শক্তিকে দমন-পীড়ন করে রাখা হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। একটি দানব সরকার যা করে তার সব কিছুকেই ছাড়িয়ে গেছে এ সরকার। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে ভয় পায়। মানুষ তার স্বাধীন মতামত প্রকাশে ভয় পায়। এ নির্বিঘ্নে চলাচল ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।
Leave a Reply