রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

মনোনয়নপত্র কিনলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পরপর তিনবারের নির্বাচিত এই সাংসদ। তাঁর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমি ও ডালিয়া বেগম ডালিয়ার নিকট হতে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন ফরম তুলেছেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে দলটি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com