বজ্রকথা প্রতিবেদক ।- সিরাজগঞ্জের সয়দাবাদে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন ইর্ন্টান চিকিৎসক আরাফাত পাঠান (২৫)। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাশ করা আরাফাত ময়মনসিংহের ভালুকার পানদিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে কলেজ আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন আরাফাত। এ সময় একটি ড্রাম ট্রাক বেপরোয়া এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলেও স্বজনদের ময়না তদন্তে অসম্মতি থাকায় ময়না তদন্ত করা হয়নি। কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আরাফাত বাড়ি থেকে কলেজে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাদ জোহর মেডিকেল কলেজ প্রাঙ্গনে জানাযা শেষে স্বজনরা আরাফাতের লাশ নিয়ে বিকেলে ময়মনসিংহ চলে যান। এদিকে আরাফাতের মৃত্যুতে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, বিএমএ সভাপতি ডা: জহুরুল হক রাজা, স্বাচিপ সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকরামসহ কলেজের সকল স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply