ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে ১১ ডিসেম্বর শনিবার প্রতিবাদী মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিরসভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাসদ নওগাঁ জেলার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকার কর্মী আহাদুজ্জামান রিমু, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ,আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, তৃষ্ণা মুর্মু,মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতাসুফল হেমব্রম, বৃটিশ সরেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। অথচ ৫ বছর হয়ে গেলো সাঁওতাল পল্লীর সাঁওতাল হত্যা, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাটের কোন বিচার হচ্ছে না। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলে আদিবাসীদের ভূমি কমিশন গঠন করা হয়েছে।
Leave a Reply