কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে কামারেরা ব্যস্ত সময় পার করছেন। একদিকে বন্যা ও আরেক দিকে করোনা এ রকম পরিস্থিতিতে ও টুং টাং শব্দে কামারেরা তৈরি করছেন দা, ছুরি, কন্তা,কাত্রা সহ অন্যান্য সরঞ্জামাদি। তবে রাত জেগে ক্লান্তিহীন বিভিন্ন সরঞ্জাম তৈরি করলেও বিক্রি নিয়ে সংশয়ে রয়েছেন তারা। জেলার ১৩টি উপজেলায় বিভিন্ন বাজারে কর্মকারদের শতাধিক দোকান রয়েছে। তারা দা, ছুরি, কন্তা, কাত্রা সহ অন্যান্য সরঞ্জামাদি তৈরিতে দিনরাত এখন ব্যস্ত সময় পাড় করছেন। তবে এই ঈদে কি পরিমাণ তৈরি মালামাল বিক্রি হবে,এ নিয়ে সংশয়ে আছেন কর্মকাররা। বেশ মোটা অংকের পুঁজি বিনিয়োগ করে লোহা কিনে এনে এ সকল জিনিস তারা তৈরি করছেন। সাথে নিজেদের শ্রম তো রয়েছেই। কটিয়াদী পৌর সুশীল চন্দ্র কর্মকার জানান, পবিত্রঈদুল অযহা উপলেক্ষে প্রতি দোকানেই লাখ লাখ টাকার সরঞ্জাম বানিয়ে রাখা হয়েছে। এ পর্যন্ত কোন দোকানদার ৫শ’ টাকার জিনিসও বিক্রি করতে পারে নি। অথচ আর মাত্র কয়েকদিন পরই কোরবানি ঈদ। বিগত বছরও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনেক ক্ষতি গ্রস্থ হয়েছি। তৈরি করা জিনিস লোকসান দিয়ে বিক্রি করতে হয়েছে। এ বছরও তৈরি করা জিনিস বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা ছাড়া আর কোন উপায় নেই। তারা বলেন, পুরো সম্প্রদায়টি এখন দুর্দিনের মাঝে জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি তারা। তারা সরকারের নিকট সুযোগ সুবিধা পাওয়ার জোর দাবি জানান।
Leave a Reply