আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত মিস্ত্রিপাড়া-কলাবাগান মহল্লা শাখা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাতে শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মহল্লা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম অধিবেশনে মহল্লা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দাসসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী।
দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম এর পরিচালনায় মিস্ত্রিপাড়া-কলাবাগান মহল্লা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় আব্দুল্লাহ আল মামুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রাশেদকে নির্বাচিত ঘোষণা দেয়া হয়।
Leave a Reply