বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ফজলুর রহমান নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত  রংপুরে মিঠাপুকুর সুদের টাকার বিরোধে হত্যা,গ্রেপ্তার দুই ভাই  পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান   গঙ্গাচড়ায় বসুন্ধরা গ্রুপ কর্তৃক বসতভিটা ও আবাদী জমি থেকে উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবি বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুরে  বিএনপি’র প্রস্তুতিমূলক সভা আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের যাতায়াতের পথটি বন্ধ: ফিরিয়ে পেতে আদালতে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়ার বাসিন্দা রজব আলী সরকার এর কনিষ্ট পুত্র সোহরাব আলী মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সেনানিবাসে সিপাহী পদে কর্মরত অবস্থায় শহীদ হয়ে মৃত্যুবরণ করেন। তারই পরিবারের ভাই সাহাদাত আলী সরকার, সাদেক আলী সরকার, সিরাজ আলী সরকারসহ একমাত্র বোন নুরজাহান বেগম পৈত্রিক সম্পত্তি নজর আন্দাজে ভাগবন্টন করে বসবাস করে আসছেন। এমতাবস্থায় সাদেক আলী সরকারের মৃত্যুর পর তার ছেলে সাইদুর রহমান পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির যাতায়াতের জায়গাসহ ৪ শতক জমি পুলহাটের হামজাপুর এলাকার মৃত আজির উদ্দীনের ছেলে মোকছেদুল রহমানের নিকট বিক্রি করে দেয়। জায়গাটি মোকছেদুল রহমান দখলে নিলে বাড়িতে প্রবেশের পথ বন্ধ হয়ে যায় বলে জানান সিরাজ আলী সরকার।

মুক্তিযুদ্ধে শহীদ সোহরাব আলীর বড় ভাই সিরাজ আলী সরকার প্রতিবেদককে জানান, আমার ভাই সাদেক আলী সরকার মারা গেছেন। তার ছেলে সাইদুর রহমান একজন নেশাগ্রস্থ ছেলে। নেশার টাকা জোগান দিতে গিয়ে পৈত্রিক সম্পত্তি নষ্ট করছে সে। তাই বলে বসতবাড়ির জমি বিক্রি করছে, যা বাড়ির প্রবেশ রাস্তা সম্বলিত জায়গা। আর এই সম্পত্তি এখনও লিখিতভাবে বাটোয়ারা হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, উক্ত জমি ক্রেতা মোকছেদুল রহমানের নিকট জায়গাটি টাকা দিয়ে ফিরিয়ে নিতে চাইলে তা ফেরত দিতে অস্বীকার করেন তিনি। তাই দিনাজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে সদর থানার পুলহাট এলাকার মাঝিপাড়া মৌজার জেএলনং ১০৫, খতিয়ান নং এসএ-১৪৭,১৪৮, আরএস-১৯০, দাগ নং-১১৭ ও ১১৮, আরএস-৫৫৮, ৮ শতক জায়গার মধ্যে উত্তরাংশে ৪ শতক। যার খাজনা খারিজের খতিয়ান নং-৮৮২, হোল্ডিং নং-৮৯১ এর জায়গাটি মুসলিম আইনের অগ্রক্রয়ের আবেদন করেছেন সিরাজ আলী সরকার। যার মামলা নং-১৬২/২০২১। আর তাই মামলা চলমান থাকায় ক্রেতা মোকছেদুল রহমান জায়গাটি ব্যাংক, বীমা, এনজিও ও ব্যক্তির মধ্যে কোনপ্রকার বিনিয়োগ এবং ক্রয়-বিক্রয় করতে না পারে এজন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড বিক্রয়কৃত জায়গার উপর লাগিয়ে দেয়। কিন্তু পরক্ষণে মামলার বিবাদী মোকছেদুল রহমান তার সন্ত্রাসীবাহিনীর দ্বারা সেই সাইনবোর্ডটি তুলে ফেলে দেয়। এমনকি নিজস্ব দোকানঘরগুলোর সামনেও অবস্থান করলে তারা আমাদের পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করছে বলে জানান বাদী সিরাজ আলী সরকার। এই অবস্থায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারটি এখন অনিশ্চয়তার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com