নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুরের উপশহরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই শনিবার দিনাজপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে ৯নং ওয়ার্ডের উপশহরের গাওসুল আযম কলেজ চত্বরে উক্ত বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আকতারুজ্জামান জামান, সাধারন সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবন্দ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুর শহরের প্রত্যেক ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত রেখেছে শহর আওয়ামী লীগ।
Leave a Reply