আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বরণ করলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শহরের ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ সভাপতি দেবাশিষ ভট্টাচার্য, আশিষ কুমার ব্যানার্জী বাপি, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাব্,ু এনাম উল্লাহ জ্যামী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শী দুলাল।
এসময় শহর, প্রতিটি ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।
Leave a Reply