ডেক্স রিপোর্ট ।- আজারবাইজান,আর্মেনিয়া ও রাশিয়া মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় যুদ্ধ বিধ্বস্ত ককেশাস অঞ্চল এখন অনেকটা শান্ত। আজারবাইজান শুশা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ান। মঙ্গলবার ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। পাসিয়ান বলেছেন,এই সংঘাতের অবসান ঘটাতে কমপক্ষে এক হাজার মানুষ মারা গিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১ টা থেকে চুক্তি কার্যকর হবে। এই চুক্তির ফলে নাগোর্নো-কারাবাখের ছয় সপ্তাহ ধরে চলা সংঘর্ষ বন্ধ হয়েছে। চুক্তিটি পরে আজারবাইজান এবং ক্রেমলিন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে টেলিভিশনে অনলাইনে বৈঠকে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ বলেছেন, “স্বাক্ষরিত ত্রিপক্ষীয় বিবৃতি সংঘাত নিরসনে একটি পয়েন্ট হয়ে উঠবে।আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি কঠিন, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে সাক্ষর করেছি। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইহাম আলিয়েভ বলেছেন, এ চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাবো।
Leave a Reply