রংপুর প্রতিনিধি।- রংপুর জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু বলেন, বৃক্ষরোপণ কর্মসূচী আগামী ৩ মাস ধরে জেলার বিভিন্ন স্থানে চলবে। এ লক্ষ্যে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপনের যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে তা রংপুরে সফলভাবে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মাজেদ আলী বাবুল, উৎপল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রোজি রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বকসী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply