রংপুর থেকে সোহেল রশিদ।- “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি”, এই প্রতিপাদ্যকে ধারণ করে “ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গবৈচিত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি” এই স্লো গানে নারী নির্যাতন প্রতিরোধকল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উদ্যাপন-২০২১ উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় কুইজ ও উপস্থিত বক্তৃতা এবং বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত বুধবার দুপুরে রংপুরের কারমাইকেল কলেজ প্রাঙ্গনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র রাইট হিয়ার রাইট নাউ ২ প্রকল্পের উদ্যোগে এই সব কর্মসূচী পালিত হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মো: আকসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্ল্যাহ বাবলা, কারমাইকেল কলেজের প্রভাষক মোছা: তাহেরা খাতুন, স্বর্ননারী এ্যাসোসিয়েশনের নেত্রী মঞ্জুশ্রী সাহা, ওয়াল্ড ভিশনের করোলিনা শৈব্যা, প্রভাষক তাপসী হাজরা। এসময় ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাউ ২-প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার সোলাইমান মিয়াসহ সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির এবং ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো: আসাদুজ্জমান আবির। অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ হতে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গবৈচিত্র্য নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অর্ন্তভ‚ক্ত যুব ও তরুণদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে আলোচক বৃন্দ, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের একযোগে কাজ করার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহŸান জানান। তারা এই ধরণের উদ্যাগ গ্রহণ করায় ব্র্যাককে সাধুবাদও জানান।
এব্যাপারে ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাউ ২-প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর বলেন, ব্র্যাক রাইট হিয়ার রাইট নাউ ২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও যুব সমাজকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
Leave a Reply