নিজস্ব প্রতিবেদক।- রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত¡াবধান ও পরিবীক্ষণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা গতকাল সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়েন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান।
উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, রংপুর মেডিকেল কলেজ এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ। সভায় রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply