রংপুর থেকে নিজস্ব প্রতিনিধি।- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে রংপুর মহানগরীতেও গণঅনশণ কর্মসূচী পালিত হয়েছে।
নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে সকাল দশটায় রংপুর মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীরা গণ-অনশন শুরু করেন। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সহ সভাপতি কাওছার জামান বাবলা, সুলতান আলম বুলবুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান লেলিন, মহিল দল নেত্রী ও সাবেক কাউন্সিলর আরজানা সালেক, মহানগর ছাত্রদলের সবাপতি নুর হাসান সুমন, সহ-সভাপতি নোমান হাসান, সিরাজ উদ দৌলা ডন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম,সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, মহানগর কৃষকদলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, মহানগর তাঁতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না, মৎস্যজীবি দলের আহবায়ক মাহমুদুল হাসান সুজন প্রমুখ।
এদিকে বেলা ১১টায় রংপুর জেলা বিএনপির ব্যানারে নেতাকর্মীরা গণ-অনশন শুরু করেন। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আফসার আলী, ওয়াহেদুজ্জামান মাবু, মামুনুর রশিদ মামুন, মিজানুর রহমান রন্টু, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রানা, এ্যাডভোকে শফি কামাল, শরিফুল ইসলাম, সাংগনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুন্নবী পলাশ, জেলা বিএনপি নেতা নিকসন পাইকার, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রাব্বানী, গঙ্গাচড়া বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, কৃষক দলের যুগ্ম আহবায়ক হযরত আলী, সদস্য সচিব শফিকুল ইসলাম, মৎস্যজীবি দলের আহবায়ক রজব আলী, পীরগহ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলু সরকার প্রমুখ।
এসময় জেলা ও মহানগর বিএনপির গণঅনশণ কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন পর্যাডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণঅনশন কর্মসূচীতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন। তাকে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যে প্রণোদিত মামলায় আইনের মারপ্যাচ দেখিয়ে গৃহবন্দি রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হলেও তাকে মুক্তি না দিয়ে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাঁধা দিচ্ছে সরকার। তাকে হয়রানি না করে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। এসময় দ্রæত সময়ের মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, বিদেশে চিকিৎসার ব্যবস্থা ও সুস্থ্যতা কামনা করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।
Leave a Reply