রংপুর প্রতিবেদক।- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ড কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলা প্রশাসনের উদ্দ্যেগে রাস্তা পাশ্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুযায়ী বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে বুধবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন- রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে. এম. তারিকুল ইসলাম।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply