রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রোববার সকালে নগরীর ডিসির মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সকাল ৮ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন ও দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর্যালে এসে শেষ করেন ও পূষ্পস্তবক অর্পন করেন। সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণের পর ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
Leave a Reply