রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীর একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জানুয়ারি সোমবার সকালে নগরীর লালবাগ কেডিসি রোডের মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত জয়পুরহাটের কালাই থানার বলিঘাম মাত্রাই গ্রামের সুভাষ চন্দ্রের মেয়ে ও কারমাইকেল কলেজের ইংরেজী বিভাগের অর্নাস ফাইনাল শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পরীক্ষা খারাপ হওয়ায় সে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান।সোনালীর বাবা সুভাষ চন্দ্র মুঠোফোনে বলেন, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালী। তার পরীক্ষা চলছে। এর মধ্যে একটি পরীক্ষা খারাপ হওয়ায় সে চিন্তিত ছিল। ২৪ জানুয়ারি রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে চাপ না নিতে বলেছিলেন। আজ সোমবার সকালে মেস কর্তৃপক্ষের মাধ্যমে তার মেয়ের মৃত্যুর খবর পান তিনি।তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান বলেন, মেয়েটি তার কক্ষে একা ছিলেন। সকালে মেসের কাজে নিযুক্ত কর্মী ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে অন্যদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply