হারুন উর রশিদ।- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের মাজার জিয়ারত করেছেন পার্টির চেয়ারম্যান ও তার ছোট ভাই জিএম কাদের এমপি।
বৃহস্পতিবার বিকেলে ৩ দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে সমাধিত পল্লীবন্ধু এরশাদের মাজার জিয়ারত করেন তিনি।
এসময় রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম অর্থ সম্পাদক আবু তৈয়ব, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এ্যাডঃ মোকাম্মেল চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি প্যানেল মেয়র সামুসল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শান্তি, ছাত্রসমাজ কারমাইকেল কলেজের সদস্য সচিব আরিফ আলী প্রমুখ। পরে তিনি সড়ক পথে লালমনিরহাট যান। এর আগে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নামেন।
Leave a Reply