শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

রংপুরে পল্লী বিদ্যুৎ আদালতের কার্যক্রম চালুর দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৭৬ বার পঠিত

হারুন উর রশিদ।- রংপুরে পল্লী বিদ্যুৎ আদালতের কার্যক্রম চালুর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছেন সাধারণ আইনজীবিরা। বৃহস্পতিবার দুপুরে তারা স্বারকলিপি প্রদান করেন।স্বারক লিপিতে বলা হয়, বিভাগীয় শহর রংপুরে পর্যায়ক্রমে সকল অফিস আদালতের কার্যক্রম চালু হলেও পল্লী বিদ্যুৎ আদালতের কার্যক্রম চালু হয়নি। অথচ শহরাঞ্চলের বাহিরে বিশাল গ্রামীণ জনগোষ্ঠী পল্লী বিদ্যুৎতের আওতাভুক্ত। এই পল্লী বিদ্যুৎ অঞ্চলে বিদ্যুৎ আইনে সংঘটিত অপরাধের জন্য কোন মামলা-মোকদ্দমা হলে বিচারিক আদালত রংপুর না থাকায় বাধ্য হয়ে ঢাকায় যেতে হয়। ফলে ভুক্তভোগীদের যাতায়াত ব্যয় ও সময়ের অপচয় ঘটছে। পাশাপাশি রংপুর অঞ্চলের আইনজীবীরাও এই আদালতে আইন চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে রংপুরে পল্লী বিদ্যুৎ আদালতের কার্যক্রম চালুর বিষয়ে আইনমন্ত্রীসহ সরকারীভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, এ্যডভোকেট ওয়াজিহার রহমান, এ্যডভোকেট রিয়াজুল আবেদীন লিটন, এ্যডভোকেট কাজী মোছাঃ ফাতেমা আক্তার কনা, এ্যডভোকেট পলাশ কান্তি নাগ, এ্যডভোকেট শরীফুল ইসলাম দুলাল, এ্যডভোকেট মোঃ ওমর ফারুক,এ্যডভোকেট আমিনুল ইসলাম পাটোয়ারী ও এ্যডভোকেট তবারক হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com