হারুন উর রশিদ সোহেল।- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। গতকাল দুপুরে নগরীর পায়রা চত্তরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব অহসান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. সাফিয়া খানম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস প্রেসিডেন্ট রেহানা অশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পিপি এ্যাডভোকেট আব্দুল মালেক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানুল কাওসার সংগ্রাম, সদস্য মিজানুর রহামান, সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলী, আওয়ামী নেতা শামীম তালকুকদার, আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। এরআগে সকাল ১০টায় রংপুর জেলাপরিষক কমিউনিটি সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply