জেলা প্রতিনিধি রংপুর।- করোনার ভয়ে রংপুর অঞ্চলের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্র অকার্যকর হতে বসেছে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে ঠিকমত স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ। করোনা সংক্রমিত হওয়ার ভয়ে রোগী যেমন কম আসছে তেমনি অধিকাংশ হেলথ প্রোভাইডার ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীর উপস্থিতি রয়েছে শুধু কাগজে কলমে। ফলে করোনার এই দুর্যোগে এ অঞ্চলের গ্রামীণ স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে হোচট খাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গ্রামীণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে সাজিয়েছে যেখানে প্রতিটি ইউনিয়নে গর্ভবতী মা ও শিশুদের সেবার জন্য রয়েছে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা রয়েছে।
Leave a Reply