আবু তারেক বাঁধন,পীরগঞ্জ টাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃতিসন্তান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু সায়েমের ছোট ভাই পৌর শহরের স-মিল ব্যাপারী মোঃ.মাহাফুজ আলীর ছেলে আবু সালেহ সিহাব। গতকাল ১৫ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে রংপুর টাউন হল চত্ত্বরে ‘বিচারহীনতা-নিপীড়ন-ধর্ষণ- সাম্প্রদায়িক হত্যা রুখে দাঁড়ায়ও ছাত্র-জনতা’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.শাশ্বত ভট্টাচার্য।এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা আসমানী আশা, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল, কারমাইকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মেহেদী সৌরভ প্রমূখ। সম্মেলনে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একই ধারার গণমূখী বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান। পাশাপাশি লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে নৃশংসভাবে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার বিচারসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, গুম, খুন, সাম্প্রদায়িক হত্যার বিচারেরও জোর দাবি জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল চত্বর থেকে একটি মিছিল রংপুর মহানগরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে টাউন হল রুমে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মিলিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে আবু সালেহ সিহাবকে সভাপতি এবং আশিষ সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু সালেহ সিহাব কে শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক , সাধারণ সম্পাদ আসাদুজ্জামান আসাদ, পীরগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান দিপু সম্পাদক শুভ শর্মা, হরিপুর উপজেলা ছাত্র ইউনিয়নের আহব্বায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ ।
Leave a Reply