রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগরীর তামপাট ধর্মদাস এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৩ তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধর্মদাস ইউসেফ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার এসআই ওবায়দুল হক জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রংপুর- ঢাকা মহাসড়কের নগরীর ধর্মদাস ইউসেপ স্কুলের সামনে অজ্ঞাত এক নারী (৩৫) লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বিষয়টি দুর্ঘটনা না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply