রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বণ্যার্ঢ র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কম্পানীর মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। এছাড়াও পৃথকভাবে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, যুগ্ম আহবায়ক রাজিব চৌধুরী প্রমুখ। এর আগে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, যুগ্ন আহবায়ক মারুফ চৌধুরী, মুন্তাছির মামুন মুন্না, ফজলে রাব্বি বাবু, মনিরুজ্জামান মনির, আর রাফি, প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
Leave a Reply