হারুন উর রশিদ সোহেল।- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আহবায়ক ভবতোষ সরকার বাচ্চুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরিচাঁদ মন্ডল সুমন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য রত্না রায়, পরিষদের রংপুর জেলা সভাপতি অজয় প্রসাদ বাবন, সহ-সভাপতি রামকৃষ্ণ সোমানী, নিধুরাম অধিকারী ও সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক তাপস সরকার পাপ্পু, মহানগর আহবায়ক কমিটির সদস্য সেতু মোহন্ত, রাজীব অধিকারী, পরান ভট্টাচার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুব নেতা হারাধন রায় হারাকে সভাপতি ও এ্যাড. প্রশান্ত কুমার রায়কে সাধারণ সম্পাদক, তাপস সরকার পাপ্পু সহ-সভাপতি, প্রদীপ রায় অর্থ সম্পাদক ও স্বপন ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে ৮১সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে কেন্দ্রীয় কমিটিতে প্রেরণের নিদের্শ প্রদান করা হয়।
Leave a Reply