বজ্রকথা প্রতিবেদক।- আশ্বিন মাসের লাগাতার বর্ষণে পীরগঞ্জে তরি তরকারির দাম বেড়ে গেছে। বর্তমানে আলু বিক্রী হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায়. পিঁয়াজ প্রতি কেজি দেশী ৮০ টাকা, এলসি ৬৫ টাকা , বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, পটল ৩০ টাকায়। ঢেড়শ ৩০টাকা, আদা প্রতি কেজি ১৬০ টাকা, রসুন প্রতি কেজি ১২০, চাউল মোটা প্রতি কেজি ৩৫টাকা, মুরগী সোনালী ২০০টাকা, ব্রয়লার ১১০ টাকা, খাসি ৭০০ টাকা, গরুর গোস্ত ৪৫০ টাকা কেজি। ডিম প্রতি হালা ৩৬টাকা। কার্ফ জাতীয় মাছ ২০০ টাকা কেজি । এই সময় এলাকায় কোন কাজ নেই। বর্ষায় বেকার হয়ে পড়েছে বেশ কিছু মানুষ। রিকসা ভ্যান চালকদের আয় কমে গেছে ।এমন অবস্থায় কাঁচা সবজি তরিতরকারীর মূল্যবৃদ্ধিতে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।
Leave a Reply