আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- শহীদ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরে যুবলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর শনিবার বাদ আসর শহরের বাসুনিয়াপট্টিস্হ দলীয় কার্যালয়ে দিনাজপুর শহর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
এছাড়াও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশসহ শহর ও সদর উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ ফজলুল হক মণির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সকলেই।
Leave a Reply