বগুড়া প্রতিনিধি।- ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর রানিহাট রাস্তার মোড়ে ২ জুন বুধবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক শাহাদত হোসেন (৫০) নিহত হয়েছেন। জানা যায়, ঢাকা খিলগাঁও ৫২৮ সি এলাকার আব্দুল মোতালেবের ছেলে শাহাদত হোসেন ঢাকা থেকে মোটর সাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। ২ জুন বুধবার রাত ৯ টার দিকে ঢাকা-বগুড়ার মহাসড়কের মির্জাপুর-রানীরহাট মোড় এলাকায় পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে চালক শাহাদত হোসেন মহাসড়কে ছিটকে যায়। এ সময় বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক পেছনে থেকে মোটরসাইকেল চালকের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন ।
Leave a Reply