সোহেল রশিদ।-রংপুর মহানগরীতে শ্রমজীবি ভূমিহীনদের গৃহ নির্মাণ, ওএমএস ও আর্মি রেটে রেশন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দাবিকে রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার সকাল ১১টায় বাসদ সমর্থিত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগর শাখার নেতাকর্মীরা নগরীর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। পরে সংগঠনটি নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন।
সংগঠনের মহানগর সভাপতি মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক নব কুমার কর্মকার, রংপুর জেলা বাসদ আহবায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব মমিনুল ইসলাম,ভূমিহীন নেতা রাশেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মহানগর সাধারণত সম্পাদক মিজানুর রহমান। পরে ভূমিহীনদের গৃহনির্মাণ আন্দোলন বেগবান করতে মমিনুল ইসলামকে সভাপতি ও রাশেদুল ইসলাম রাশেদকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট রংপুর মহানগর শাখার ১২সদস্য বিশিষ্ট কমিটি কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, অবিলম্বে রংপুর সিটি কর্পোরেশনের শ্রমজীবী ভূমিহীন স্থায়ী নাগরিকদের আবাসন নিশ্চিত করণ ও দ্রæত ভূমিহীনদের গৃহনির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দু:স্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও আর্মি রেটে রেশন চালুর দাবি জানান।
Leave a Reply