সংবাদদাতা।- রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে একটি সড়কে এইচ বি বি করা হচ্ছে কিন্তু সড়কের মধ্যে রয়েগেছে বৈদুত্যিক খুঁটি।
এতে যাতায়াতে যেমন সমস্যা হবে তেমনি যান বাহন চলাচলেও বিঘ্ন ঘটবে।
এলাকাবাসী এ ব্যাপারে আপত্তি জানালেও শুনছে না ঠিকাদার। খুঁটি সরানোর উদ্যোগ নেয়নি এলজিইডি বিভাগ। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply