সংবাদদাতা।- সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের দক্ষিণ কলকাতা শাখার উদ্যোগে গত ৯ই অক্টোবর ২৪ সন্ধ্যায় নেতাজি নগর পোষ্ট অফিস ক্রোশিং-এ উদ্বোধন করা হল প্রগতিশীল পুস্তকের শারদীয়া বুক স্টলের।
উদ্বোধন করেন, মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক সমাজভাষা গবেষক নীতীশ বিশ্বাস। তিনি সারা রাজ্যে এই প্রথম তাদের একান্ত নিজস্ব পূজাবুকস্টলের আয়োজন করার জন্য টালিগঞ্জ ইউনিটেকে অভিনন্দন জানান। তিনি বলেন সংকীর্ণতামুক্ত ও রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ-সুভাষচন্দ্রের আদর্শে পরিচালিত বাংলা ভাষা মঞ্চ এক আদর্শ ভাষা সংগঠন। যারা বিশ্বাস করে নানাভাষা ও ধর্মের সহিষ্ণু অবস্থানে। সম্প্রতি বাংলা যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এ তাদের ২০১৪ সাল থেকে নানা স্তরের ধারাবাহিক আন্দোলনের এক সাফল্য। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন অন্যতম রাজ্য সম্পাদক তপন দাস, বক্তব্য রাখেন ইউনিট সম্পাদক সুভাষ দাস, সভাপতি বিশ্বজিত গুহ, কবি বরুণ চক্রবর্তী, ড. সুবীর বন্দ্যোপাধ্যায়, সনত মণ্ডল, শুভাশিস দাস, গৌতম দত্ত,সঙ্গীত পরিবেশন করে আশিস রায় । বিশিষ্ট উপস্থিতিরমধ্যে উল্লেখ্য এডভোকেট তপন দত্তগুপ্ত, কমল ব্যানার্জি,ও নমিতা দা্স প্রমুখ। স্টল ১২ তারিখ পর্যন্ত প্রতিদিন ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে । উদ্যোক্তারা রাজ্যের মাতৃভাষা অনুরাগীদের এই স্টলে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন,।
Leave a Reply