শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

সাদুল্যাপুরে যুবককে পিটিয়ে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৭৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ১৮ মে মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার ১৭ মে দিনগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় হামলার শিকার হন ফারুক। ফারুক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে ধাপেরহাট বৌবাজার এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। এদিকে স্থানীয়রা জানান, ফারুক এলাকার চিহ্নিত দুস্কৃতিকারী। তিনি এলাকার একাধিক অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকাবেন্ডর সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই সব মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন ফারুক। তার অত্যাচারে অতিষ্ঠদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com