সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”র মূল্যায়নে, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুচিন্দা গ্রামের নার্গিস , শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাপাহার গোডাউন পাড়ার রোজিয়া খাতুন, সফল জননী নারী সাপাহার কওমি মাদ্রাসা পাড়ার হাসিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাপাহার দোয়ানীপাড়ার মরিয়ম বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ি ক্যাটাগরিতে পাতাড়ীর খালেদা খাতুন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply