সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান শুভসংঘ সাপাহার শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার পত্রিকা বিক্রেতা (হকার) ও দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাপাহার তিজারাহ্ সুইটস্ এর সহযোগীতায় বুধবার সকাল ১০ঘটিকায় কালের কণ্ঠ প্রতিনিধি অফিস চত্তরে এ সমগ্রী বিতরণ করা হয়।শুভসংঘ সাপাহার শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান মো: আবকর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এসসয় স্থানীয় সকল সাংবাদিকগন ও শুভসংঘের সকল সদস্যগনও সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply