বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ব্যালটবাক্স ছিনতাই আটক -৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই করেন ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়।
এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হয়েছেন। এছাড়া তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। বৌলজান কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ব্যালট উদ্ধারে কাজ করছে পুলিশ।তবে ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বানিজ মিয়া বলেন, তিনটি ব্যালটবাক্স ছিনতাইয়ের পর উদ্ধার হয়েছে। তবে এখনও পেপার উদ্ধার না হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। তবে কী পরিমাণ ব্যালট পেপার ছিনতাই হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com