-কামরুজ্জামান শিমুল
স্বরূপ কোনো এক গোধূলীলগ্নে আমায় স্রোতস্বিনীর ধারে গল্প করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেদিন মাতাল হাওয়ায় আমি নিজেও মোদীর ভাবনায় ছিলাম। তো বসলাম পাশাপাশি। কথা হচ্ছিল বিসর্জন, প্রেম এবং পূর্ণতা নিয়ে। স্বরূপ বলছিল প্রেমের বিসর্জন আর পূর্ণতার অবকাঠামো একই সরলরেখায় থাকে। যেখানে সংস্কারক যিনি থাকেন তার মাঝে ক্ষোভ থাকেনা। অপূর্ণতা থাকলেও অস্বাভাবিকতা থাকেনা। যৌনতাও এখানে প্রভাবক তবে সে এক মাত্র নয়। উল্ল্যেখ্য পরিবার অন্যতম প্রভাবক যে কিনা এখানে জঙ্গিদের মতো নিয়ন্ত্রকের ভূমিকায় অংশ নেয়। সে দায়ী থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কোনো সঠিক কিংবা আন্তরিক সমাধান দিতে অস্বীকৃতি জানায়। তো প্রেমের জোয়ার এবং অবলীলায় অবগাহন ঐ পরিবার থেকেই শুরু হয়। লোভ আর অহমিকা ব্যাধির মতো রুগ্ন করে তোলে ব্যক্তিকে। সে তার মনের কোনে লুকায়িত অসংযমী আচার নিষ্ঠাকে প্রতারণার চাদরে ঢেকে ফেলে। সে কোনো ভাবেই নিস্তার পায়না। স্বরূপ আমায় পরিবারের যৌন আচরণ নিয়েও কথা বলল। সংস্কৃতির ধরন অনুযায়ী সেকথা উল্লেখ করলাম না। যাই হোক বিসর্জন শুধুই প্রেমের ক্ষেত্রেই নয় আর পূর্ণতা পাওয়ার মাঝেই নয়।সন্ধ্যার কালো গাঢ়তা এবংকর্মজীবী মানুষ আমি প্রয়োজনের তাগিদে সেদিনের মতো আলোচনায় ইস্তফা দিয়েছিলাম। (চলবে)
Leave a Reply