শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিএনপি’র রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্য হলেন শহিদুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রংপুর জেলা সমন্বয় উপ- কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসাবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম শহীদ। তিনি রংপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তাকে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়। একাধিক মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। পুলিশি হয়রানীসহ আওয়ামী সরকারের দমন-নিপীড়নের শিকার হন সাবেক ছাত্রদল নেতা শহিদুল। এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রংপুর জেলা সমন্বয় উপ-কমিটি রংপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামকে আহবায়ক ও সাধারণ সম্পাদক রইচ আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির অনুমোদন প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com