লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ৩৪০টি মিসাইল হামলা ছুড়েছে ইসরায়েলে। এছাড়া তারা ড্রোন দিয়েও হামলা চালিয়েছে । এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ভয়াবহ এই হামলার ঘটনা ঘটল। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় আহত হয়েছে অন্তত ১১ জন।
হিজবুল্লাহর দাবী, তারা ‘প্রথমবারের মতো’ দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতেও’ অভিযান পরিচালনা করা হয়েছে বলে তারা জানিয়েছে।
এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে- তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি মিসাইল’ নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে, যার মধ্যে একজন ‘মাঝারি থেকে গুরুতর’ অবস্থায় রয়েছেন।
সুত্র-আলজাজিরা
Leave a Reply