হিলি প্রতিনিধি।-দিনাজপুরের হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচএম এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বাংলা হিলি স্থলবন্দর ট্রাক মালিক সমিতিরি সভাকক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহানুর ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক এইচএম আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব খান, কোষাধ্যক্ষ মোহাব্বত আলী, যুব বিষয়ক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply