দেশের শীর্ষ কওমি আলেম, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তোকাল করেছেন। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। হাটহাজারী মাদ্রাসায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শ্রক্রবার বিকালে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আজগর আলী হাসপাতালে তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে জানাজা শেষে ২টার দিকে লাশ দাফন করা হবে। আল্লামা আহমদ শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাস শোক জানিয়েছেন। এ ছাড়াও দেশের নানা স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply