নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের পুটিমারা গ্রামের সাবেক সেনা সদস্য সাদেক আলী অবশেষে প্রায় ১০ বছর পর তার কোবলা খরিদকৃত জমি নিজ দখলে ফিরে পেল। জমির মুল মালিক মৃত্য আফতাব উদ্দিন মৃত্যুর পর ওয়ারিশগণ বিধি মোতাবেক ভাগবাটোয়ারা করে নিয়ে নিজ নিজ অংশ ভোগ দখল করতে থাকে। সেনা সদস্য সাদেক আলী ১৭-০২-২০১০ ইং তারিখে নিজ অংশের সমুদয় ১ একর ৯ শতক জমি নিজ স্ত্রী মোছাঃ শাহানারা বেগমকে হেবা দলিল সম্পাদন করে দেন। অত:পর ঐ জমির মধ্য হতে ২৫ শতক জমি প্রায় ৭মাস পর সেনা সদস্য সাদেক আলীর বৈমাত্রিক বড় ভাই আবুল কাসেম সুলতানা মাবিয়া স্বামী মোজাম্মেল হক এর নামে রেজিস্ট্রি করে দেন।উল্লেখ্য আবুল কাসেম তার প্রাপ্ত অংশের চেয়ে ১৭ শতক জমি বেশি বিক্রি করে।এ নিয়ে বিজ্ঞ আদালতে সুলতানা মাবিয়া তার দলিল নং ৪৯৫৮ দিয়ে শাহানারা বেগমের দলিল নং ৩৬৯ এর বিরুদ্ধে মামলা দায়োর করেন যার নং ৫১১অন্য।বিজ্ঞ আদালত ৩০-০৬-২০১৩ ইং তারিখে মারিয়ার মামলা খারিজ করে দেন।দীর্ঘ ১০ বছর পর আজ নিজের জমি ফিরে পেয়ে সেনা সদস্য সাদেক আলী আমন ধানের চারা রোপন করেছে।
Leave a Reply