শোকের মাস আগস্ট। ১৫ আগষ্ট ১৯৭৫ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী গোষ্ঠি। একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার চক্রোন্তে লিপ্ত হয়েছিল। তারা নীল নকসার পথধরে হেঁটেছিল এদেশের ষড়যন্ত্রিদের সাথে নিয়ে। বিদেশি মদদে বাংলাদেশকে কবজা করতে সহযোগিতা করেছিল কিছু মীরজাফর। তারা শাসনক্ষমতা ছিনিয়ে নিয়ে ১৯৯০ সাল পর্যন্ত দেশে অপশাসন চালিয়েছিল এবং বঙ্গবন্ধুর খুনের বিচার ঠেকাতে ইনডেমনিটি বিল পাশ করেছিল। ঘাতকদের পুরস্কার স্বরূপ বিদেশি মিশনগুলোতে চাকুরি দিয়েছিল। বলতে বাধা নেই কিছু উচ্চাভিলাসী রাজনীতির নষ্ট সন্তান , তারা বিদেশের এজেন্ট হিসেব কাশিম বাজার কুটির ষড়যন্ত্রের আদলে জাতির পিতাকে হত্যার নীলনকসা তৈরী করেছিল। যার সাথে যুক্ত ছিল আদর্শহীন কিছু বিপদগামী সেনা সদস্য। তারাই বাঙ্গালি জাতির স্বপ্ন, বাংলার গণ মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের হাতেই এই মহান নেতা জাতির পিতা শহীদ হয়েছেন। আমরা আজ শোকগ্রস্ত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। পচাত্তরের ১৫ আগস্ট যারা হত্যার শিকার হয়েছেন,শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা মনে করি,বাংলার বিরুদ্ধে,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্রের কিছু চারা গাছ এখনো আছে। তাই আরো সতর্ক হতে হবে। বঙ্গবন্ধুর যে খুনীরা এখনো পালিয়ে আছে তাদের ধরে এনে পাওনা শাস্তি দিতে হবে। শপথ নিতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। এজন্য দরকার ত্যাগি আদর্শের সৈনিক যারা লোভ মেহোর উর্দ্ধে থেকে কাজ করবেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে সামিল হবেন।
Leave a Reply