সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

৯৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে – নসরুল হামিদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৫২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৩১ অক্টোবর শনিবার অনলাইনে ‘পায়রা বিদ্যুৎ কেন্দ্র।- সময়মতো প্রকল্প বাস্তবায়নের উদাহরণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এ পর্যন্ত দেশের ৯৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
মুজিববর্ষেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্জনগুলো প্রকাশিত হলে দেশের ভাবমূর্তি দেশে-বিদেশে আরও উজ্জ্বল হবে। বিদেশি ও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে আকৃষ্ট হবেন। প্রমিমন্ত্রী বলেছেন লক্ষ্য স্থির রেখে একাগ্রচিত্তে নেতৃত্ব দিতে পারলে সাফল্য আসবেই। বিদ্যুৎ খাত তার প্রকৃষ্ট উদাহরণ। এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ মো. আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহ আবদুল মওলা হেলাল।
মন্ত্রী আরো বলেছেন নতুন প্রজন্মের আত্মবিশ্বাস বাড়াতে পায়রা প্রকল্পে নিয়ে যাওয়া যেতে পারে। এসব দেখে তারা দেশ নিয়ে আরও বড় আকারে চিন্তা করবে। বাংলাদেশে ১৬টি প্রকল্পে (সরকারি ৪টি, বেসরকারি ৭টি, জয়েন্ট ভেঞ্চার ৫টি) কয়লাভিত্তিক ১৫ হাজার ৭৫২ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাস্তবায়নাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com