বজ্রকথা প্রতিনিধি।– ১৯ জানুয়ারী/২৫ খ্রি: রবিবার সন্ধ্যায় রংপুর জেলা সদরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীনা ললিতকলা একাডেমির ১৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।
এদিন রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের শহীদ মিনার অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ঠ সমাজ সেবক কবি দিলরুবা শাহাদৎ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, রংপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মোঃ শফিকুল ইসলাম, ডিএসসি বিজনেস টেক লিমিটেডের চেয়ারম্যান এজেএম সিরাজুল ইসলাম, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক , প্রকাশক ও এফসাকল এর জেনারেল সেক্রেটারী সুলতান আহমেদ সোনা, সাংবাদিক মাহবুব ইসলাম।
এদিন অগ্নিবীনা ললিতকলা একাডেমির সভাপতি রওশন আরা সোহেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ঠ কবি দিলরুবা শাহাদৎ। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভুতপূর্ব জেলা কালচারাল অফিসার প্রয়াত এসএম আব্দুর রহিমকে স্মরণকরে তার বক্তব্যে বলেছেন, সাহিত্য- সংস্কৃতি চর্চ্চার উর্বর ভুমি রংপুর। এই রংপুরের সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো গতিশীল ও বেগবান করতে অবদান রেখে চলেছে অগ্নিবীনা ললিতকলা একাডেমি।
তিনি প্রতিষ্ঠানটির সভাপতি বেতরশিল্পী রওশন আরা সোহেলীকে উৎসাহ প্রদান করেনে এবং সর্বক্ষেত্রে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
শেষে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং অগ্নিবীনা ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বাষির্কী পালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply