শনিবার, ১১ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৩৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে বর্তমান সরকার একটি আধুনিক ও যুগপোযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে চান। দেশ আজ এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে। গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। হুইপ বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তাদেরকে আধুনিক যুগপোযোগি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।

৫ মে বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে হলি ল্যান্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে হলি ল্যান্ড কলেজ পুনর্মিলনী উৎসব-২০২২-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হলি ল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুহাইমিনুর রহমানের সভাপতিত্বে ও মোঃ জামিউর রহমান দুর্জয় এর সঞ্চালনে বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, কলেজের সহ-সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, পরিচালক (শিক্ষা) মোঃ সালাউদ্দীন খোকন, প্রাক্তন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সাগর। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী আল রাশিদ তৌমির, মুবতাসিম ফুয়াদ অন্তু, সিফাত জাহান অন্তু, আবদুর রাকিব, হাসেম বাঁধন, রক্তিম চৌধুরীসহ অন্যান্য শিক্ষার্থীরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com